রড বাধার নিয়ম ও রডের দাম

রড বাধার নিয়ম ও রডের দাম সম্পর্কে জানতে এই পোস্টটি পড়ুন। এই আর্টিকেলে রড বাধার নিয়ম ও রডের দাম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হবে। যারা নতুন বাড়ি বানানোর চিন্তা করছেন, তারা রড বাধার নিয়ম ও রডের দাম সম্পর্কে জেনে নিন।

অনেকেই রড বাধার নিয়ম ও রডের দাম সম্পর্কে সঠিক তথ্য জানে না। তারা এই লেখাটি পড়ে ভালোভাবে জেনে নিন, রড বাধার নিয়ম ও রডের দাম সম্পর্কে বিস্তারিত তথ্য।

পেজ সূচি:

ভূমিকা:

যারা নতুন বাড়ি বানাতে যাচ্ছেন, বিশেষ করে আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, তবে রড বাধার নিয়ম ও রডের দাম সম্পর্কে আপনাকে অনেক প্রশ্ন শুনতে হয়। এগুলোর সঠিক উত্তর দেয়া আপনার জন্য বাঞ্ছনীয়। তবে একজন সাধারণ মানুষের জন্যও রড বাধার নিয়ম ও রডের দাম বিষয়ে বেসিক ধারনা থাকা উচিৎ। এছাড়াও রড সম্পর্কে আরো কিছু বেসিক তথ্য এই আর্টিকেলে তুলে ধরা হবে।

রড কি?

রড বাধার নিয়ম ও রডের দাম সম্পর্কে জানার আগে রড জিনিসটা কি, এটা সম্পর্কে জেনে নেয়া যাক। রড হলো লম্বা ধাতব দন্ড। এটা যেকোনো দালান বা বিল্ডিং তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান।

রড কত প্রকার?

যারা বিল্ডিং তৈরির কাজের সাথে সংম্পৃক্ত, তাদের জন্য এই তথ্যগুলো জানা খুব দরকার। তাছাড়া যেকোনো সাধারণ মানুষের জন্যও এই কমন ও বেসিক তথ্যগুলো জানা দরকার। রড বাধার নিয়ম ও রডের দাম সম্পর্কে তো জানতে হবেই। এর আগে জেনে নিন, রড কত প্রকার? মূলত বার বা লোহা অথবা রড ৩ প্রকার:

  • প্লেইন বার
  • ডিফর্ম বার
  • টুইষ্টেড বার

আবার কার্বন পরিমাণের উপরে ভিত্তি করে রড ৩ প্রকার হয়:

  • Low Carbon Steel
  • Medium Carbon Steel
  • High Carbon Steel

রড বাধার নিয়ম ও রডের দাম সম্পর্কে জানার পাশাপাশি রড কত ধরনের হয়ে থাকে, এগুলো জানা খুব দরকার। এই তথ্যগুলো জানলে আপনি সহজে বুঝতে পারবেন যে, যেই বিল্ডিংটি নির্মাণ করতে যাচ্ছেন, সেখানে কোন ধরনের রড দরকার।

রড বাধার নিয়ম:

এবার আমাদের আজকের পোস্টের মূল টপিকে আসা যাক। রড বাধার নিয়ম ও রডের দাম সম্পর্কে বিস্তারিত জানবেন। প্রথমে রড বাধার নিয়ম তুলে ধরছি। এখানে ছাদে রড বাধার নিয়মটি তুলে ধরবো। আগে রডের পরিমাণটা বুঝে নিন।

মনেকরি, ছাদের ক্ষেত্রফল =১০০০ বর্গফুট পুরত্ব =৫ ইঞ্চি ধরা যায়, ছাদে মোট কংক্রিটের ১% – ২% রড/স্টিল প্রয়জন হয় !! এখানে ,আমরা ধরে নিলাম= ১.৫ % . সূত্র হচ্ছে, ছাদে স্টিল/রডের পরিমাণ= ক্ষেত্রফল ×পুরুত্ব÷১২(১২”=১’)×(১.৫%)×একক ওজন। সুতরাং আমরা পাই, ছাদে স্টিল বা রডের পরিমাণ = ১০০০×(৫÷১২)×(১.৫÷১০০)×২২২= ১৩৮৭.৫০ কেজি #নোট এখানে পুরত্ব 5″ তাই 12″ দিয়ে ভাগ করে ফুট করা হয়েছে… লোহার একক ওজন 222 kg/cft। সুতরাং 1000 Sft ছাদ ঢালাইয়ে স্টিল প্রয়োজন প্রায় ১৪০০ কেজি।

বি.দ্রঃ এই পদ্ধতি থাম্ব রুল এর নিয়মে করা, সুক্ষ্ম ও আরো সঠিক হিসাবের জন্য ড্রয়িং থেকে বিস্তারিত এস্টিমেট করতে হবে ।

আরো পড়ুন: অনলাইনে বা ফেসবুকে কাপড়ের ব্যবসা করার নিয়ম

রড বাধার নিয়ম ও রডের দাম সম্পর্কে লেখা হচ্ছে। লেখাটি মনোযোগ সহকারে পড়তে থাকুন। ছাদে কি পরিমাণ রড দরকার, সেটা ক্যালকুলেট করার নিয়মটি জানলেন। এবার জেনে নিন, ছাদে কিভাবে রড বাঁধবেন:

মেইন রড ও বাইন্ডার রডঃ

ছাদে মেইন রড দেওয়া হয় শর্ট ডিরেকশন বরাবর ছাদে বাইন্ডার রড দেওয়া হয় লং ডিরেকশন বরাবর। মেইন রড খাচার বাইরে অর্থাৎ উপরে ও নিচে থাকে, বাইন্ডার রড খাচার ভিতরে থাকে।

স্ল্যাবে এক্সট্রা টপঃ

স্ল্যাবের প্রান্তে এক্সট্রা টপ এর পরিমান দেওয়া হয় L/4 পর্যন্ত। স্ল্যাবের মাঝের সাপোর্টে এক্সট্রা টপ দেওয়া হয় L/3 পর্যন্ত।

স্লাবে ক্র্যাংক বারঃ

স্লাবের প্রান্তে ক্র্যাংক এর পরিমান L/5। স্ল্যাবের মাঝের সাপোর্টে ক্র্যাংক এর পরিমান দেওয়া হয় L/4।

বিদ্রঃ এই ব্যাপারগুলো ডিজাইন অনুসারে হয়ে থাকে, তাই আপনাকে কাজ করতে হবে এস পার ড্রয়িং । তবে মোটামুটি উপরের নিয়মানুসারেই বেশীর ভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়।

রডের দাম:

রড বাধার নিয়ম ও রডের দাম সম্পর্কে বর্ণনা করছি। এতক্ষণ রড বাধার নিয়ম তুলে ধরেছি। আশা করি বুঝতে পেরেছেন। এবার রডের দাম সম্পর্কে জেনে নিন। প্রতি বছরেই রডের দাম বৃদ্ধি পাচ্ছে। কাঁচামালের দাম বেড়ে যাওয়া, উৎপাদন খরচ বৃদ্ধির ফলে কোম্পানি রডের বাজারমূল্যও বৃদ্ধি করেছে।

তাই সাধ্যের মধ্যে থেকে রড বাধার নিয়ম ও রডের দাম সম্পর্কে বিস্তারিত জেনে আপনার বিল্ডিং এর জন্য উপযোগী রড বাছাই করতে হবে। গত এক বছর আগে প্রতি কেজি রডের দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা কেজি। আজকে অর্থাৎ এই ২০২৩ সালে এক কেজি রডের দাম বিক্রি করা হচ্ছে ৯০ থেকে ৯১ টাকা কেজি।

আরো পড়ুন: সেরা ১৮টি উপায় ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট পাওয়ার জন্য

রড বাধার নিয়ম ও রডের দাম নিয়ে লেখার জন্য সাম্প্রতিক সময়ে একটু খোঁজ নিয়ে জানলাম, তিন থেকে চার মাস আগেও এক কেজি রডের দাম ছিল ৮০ থেকে ৮৫ টাকা মাত্র। গত এক বছরে মিনিমাম ২০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে প্রতি কেজিতে। এই হলো বর্তমানে রডের মার্কেট ভ্যালু।

শেষ কথা:

রড বাধার নিয়ম ও রডের দাম এবং রড কত প্রকার হয়ে থাকে, এই বিষয়গুলো বিস্তর পরিসরে বর্ণনা করলাম। আপনি যদি বাড়ি তৈরি করতে চান, আপনার উচিৎ ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ চাওয়ার আগে রড বাধার নিয়ম ও রডের দাম সম্পর্কে আগে নিজের একটু জ্ঞানার্জন করা। অবশ্যই ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিবেন। কিন্তু এগুলো সম্পর্কে আপনাকেও কিছু বেসিক আইডিয়া রাখতে হবে। (25957)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url